জেতা ম্যাচে হার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে পরপর গোল খেয়ে ওড়িশা এফসির বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের। ২-৪ গোলের ব্যবধানে হার লাল-হলুদ ব্রিগেড।
এদিন ঘরের মাঠে শুরুটা ভালই করে লাল-হলুদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর গোল হজম স্টিভেন কনস্ট্যান্টাইনদের। শুক্রবার আইএসএলে ওড়িশা এফসির বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের। আগে ওড়িশা এফসির বিরুদ্ধেই ৬ গোল হজম করতে হয় লাল-হলুদ ব্রিগেডকে। এবার ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারতে হল।
এদিন ম্যাচের প্রথম ২৩ মিনিটে গোল দেন ইস্টবেঙ্গলের ফুটবলার হাওকিপ। ৩৫ মিনিটে টিমকে ২-০ গোলে এগিয়ে দেন মহেশ সিং। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ ও ৪৮ মিনিটে পরপর গোল করে সমতা ফেরায় ওড়িশা। জোড়া গোল করেন পেদ্রো মার্টিন। ৬৫ মিনিটে টিমের হয়ে তৃতীয় গোল করেন জেরি। ৭৬ মিনিটে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ওড়িশার ফুটবলার নন্দকুমার। আর ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল।