শুক্রবার আইএসএলে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল লাল-হলুদ। শুক্রবার যুবভারতীতে ফের জয়ের স্বপ্ন দেখছেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।
১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ইস্টবেঙ্গল। সুনীল ছেত্রী, রয় কৃষ্ণাদের বিরুদ্ধে জিততে গেলে টিমের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। তবে কোচের আশা, গত বছরের থেকে ভাল জায়গায় আছে দল। গত ম্যাচে লিগ টপার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ গোলের ব্যবধানে হেরেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরে রাখতে চায় ইস্টবেঙ্গল।