শনিবার আইএসএলের কলকাতা ডার্বি। সুপারকাপে ইস্টবেঙ্গলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছিল। এবার সবুজ-মেরুন শিবিরে বদলার আগুন জ্বলছে। প্রাক্তন কোচ হাবাস ফিরে এসেছেন। শনিবার দলের পুরনো ফুটবলারদের ফের দেখা যেতে পারে।শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মনবীর সিং, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, বিশাল কাইথদের প্রথম একাদশে আসতে পারেন।
অন্যদিকে ১২ বছর পর সুপার কাপ জয়। ঘোর কাটতে না কাটতেই ডার্বি। এই ম্যাচ জিতলে সমর্থকদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। তাই কোনও সুযোগ ছাড়তে চাইছে না ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। দলে দুই বিদেশি ফুটবলারের উপর নির্ভর করছে মাঝমাঠ। আক্রমণে ক্লেটন ও নন্দকুমারই থাকছেন। সুপার কাপের ডার্বির পর আইএসএলেও জয়ের জন্য ঝাঁপাবে লাল-হলুদ।
ম্যাচের আগের দিন কুয়াদ্রাত সাফ জানিয়ে দিলেন, "বড় জয়ের পর মনোযোগ নষ্ট হতে পারে। আমরা ফুটবল জগতের সঙ্গে অনেকদিন রয়েছি। অভিজ্ঞতা শিখিয়েছে। আমি এটাও জানি, ছেলেদের মোটিভেশন দরকার পড়বে না। মোহনবাগান আইএসএলে ৮ পয়েন্ট এগিয়ে। আমাদের ৩ পয়েন্ট দরকার। জিতে ব্যবধান কমানোই লক্ষ্য দলের।"