সুপার কাপ জেতায় ইস্টবেঙ্গল ছাড়পত্র পয়েছে AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-তে। ১৪ অগাস্ট চ্য়াম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। তুর্কিমেনিস্তানের ক্লাব আলটিন আসিরের বিরুদ্ধে নামবে লাল-হলুদ।
এদিকে লিগ শিল্ড জয়ের ফলে AFC কাপের মূল পর্বে সরাসরি খেলতে নামবে মোহনবাগান সুপারজায়ান্টস। তাঁদের প্রতিপক্ষ সৌদি আরব, কাতার, উজবেকিস্তান, বাহরিন, ইরানের ক্লাবগুলির বিরুদ্ধে খেলতে হবে তাঁদের। ১৭ সেপ্টেম্বর থেকে ১৪ দলের গ্রুপ পর্বের লড়াই শুরু হবে।
AFC কাপের লড়াইয়ের আগে ইতিমধ্যেই দল গোছাতে শুরু করেছে দুই শিবির। শুক্রবারই দিমিত্রিয়াস ডিমান্তাকোসকে সই করিয়েছে লাল-হলুদ। এদিকে মোহনবাগানের কোচ হয়ে এসেছেন হোসে মোলিনা। বিশ্বকাপার স্ট্রাইকার জেমি ম্যাকলরনের সঙ্গেও কথা চলছে তাঁদের।