মরশুমের দুটি ডার্বিতেই (Kolkata Derby) হার। আইএসএলে (ISL 2022) টানা পাঁচটি ডার্বিতে হারের রেকর্ড গড়েছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। বুধবার এসসি ইস্টবেঙ্গলের সামনে চেন্নাইয়িন এফসি।
আইএসএলে ১৪টি ম্যাচ খেলে নয় নম্বরে আছে এসসি ইস্টবেঙ্গল। আর কিছু হারানোর ভয় নেই টিমের। বাকি ম্যাচগুলো খেলে জয় ছিনিয়ে নিতে চায় লাল-হলুদ ব্রিগেড। টিমের নতুন কোচ মারিও রিভেরা চাইছেন, বাকি ম্যাচগুলো জিতে কিছুটা আত্মবিশ্বাস বাড়াতে। আইএসএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে ২৮ গোল হজম করতে হয়ে লাল-হলুদ ডিফেন্সকে। রিভেরা বলেন, "টিমের আত্মবিশ্বাস পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে। রেজাল্টের থেকেও গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস। কখনও ভালো খেললেও টিমকে হারতে হয়। পারফরম্যান্স ভালো করলে মানসিক প্রস্তুতি ভালো থাকে।"
আরও পড়ুন: সুভাষ ভৌমিকের নামে 'সেরা ফরোয়ার্ড' পুরস্কার চালু করল মোহনবাগান
পয়েন্ট টেবিলে সাত নম্বরে আছে চেন্নাইয়িন এফসি। ১৩টি ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়েছে চেন্নাইয়িন। বুধবার এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে চেন্নাইয়িন এফসি।