কলকাতা লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। রেলওয়ে এফসি-কে ২-০ গোলে হারাল লাল-হলুদ। গত ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। ডার্বির আগে ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেলেন কুয়াদ্রাতরা।
বুধবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুরন্ত গোল করেন আমন সিং। বাঁ-দিক থেকে একাই বিপক্ষ দলের প্লেয়ারদের কাটিয়ে ঢুকে আসেন আমন। আমনের গোলে ২০ মিনিটের মাথায় প্রথম গোল পায় লাল-হলুদ। ৬৪ মিনিটে আসে দ্বিতীয় গোল। অনবদ্য গোল করেন নিশু কুমার।
আরও পড়ুন: ডার্বির পরই এএফসি কাপের ম্যাচ, মোহনবাগানের প্রতিপক্ষ মাছিন্দ্রা এফসি, কবে খেলা জানুন
এদিন একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। কম করে ৬টি গোল নিশ্চিত ছিল। ইস্টবেঙ্গল ফুটবলারদের মাঠে আধিপত্যও বেশি ছিল। রেলওয়ে এফসিও সুবিধা করতে পারেনি। তারপরেও গোল করতে পারেনি লাল-হলুদ।