কলকাতা লিগের ডার্বিতে না খেলেই জিতে গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল উপস্থিত থাকলেও এল না মোহনবাগান। ম্যাচ রেফারি এক ঘণ্টা অপেক্ষার ইস্টবেঙ্গলকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। না খেলেই ৩ পয়েন্ট পেল লাল-হলুদ। এদিকে শাস্তি পেতে পারে মোহনবাগান।
বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ম্যাচ ছিল। ইস্টবেঙ্গল ২ ঘণ্টা আগেই মাঠে চলে আসে। ফুটবলাররও অনুশীলনও করেন। কিন্তু মোহনবাগানের কোনও টিম মাঠে আসেনি। ৩টে বেজে গেলেও মোহনবাগানের কেউ মাঠে না আসলে ইস্টবেঙ্গলকে জয়ী ঘোষণা করা হয়।
আইএসএলের জার্বি বাতিল হওয়ায় কিছুটা উন্মাদনা দেখা গিয়েছিল। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, নিয়ম মতোই ইস্টবেঙ্গল ওয়াকওভার পেয়েছে। ৩ পয়েন্ট ওদের। কলকাতা লিগে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং।