আইএসএলে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম দিনই দুই ফুটবলারকে চূড়ান্ত করা হয়েছে। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি তাঁদের সই করাবে ক্লাব। জানা গিয়েছে, লাল-হলুদের নজরে আছে জামাইকান ফুটবলার দেশর্ন ব্রাউন ও আরিদাই কাব্রেরা।
ইস্টবেঙ্গল সূত্রে খবর, দেশর্ন ব্রাউনের সঙ্গে আগেভাগে চুক্তি সেরে নিতে চাইছে ইস্টবেঙ্গল। প্রথম দুই মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গলে গোল করার মতো ফুটবলারের অভাব ছিল। ব্রাউন এলে সেই অভাব অনেকটাই মিটতে পারে। এর আগে বেঙ্গালুরু এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেডে খেলার অভিজ্ঞতা আছে ব্রাউনের। নর্থ ইস্টে ২২ ম্যাচে ১২টি গোল করেন তিনি। এর আগে আমেরিকা, চিন ও স্প্যানিশ ক্লাবেও খেলেছেন।
আরও পড়ুন: ফের সাঁতারে জাতীয় রেকর্ড ভাঙল বেদান্ত মাধবন
এদিকে লাল-হলুদের নজরে আছেন আরিদাই কাব্রেরা। গত বছর আইএসএলে ওড়িশা এফসির হয়ে খেলেছেন তিনি। উইংয়ের দারুণ ফুটবলার তিনি। কাব্রেরা যোগ দিলে অনেকটাই শক্তিশালী হবে লাল-হলুদ। এর আগে ইভান গঞ্জালেজকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন গঞ্জালেজ।