বিশ্বকাপের মঞ্চে গোল্ডেন গ্লাভস নিয়ে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) অঙ্গভঙ্গি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই বিষয়ে মুখ খুললেন মার্টিনেজ।
তিনি জানালেন, আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Messi) তাঁকে ওরকম অঙ্গভঙ্গি করতে নিষেধ করেছিলেন। তবুও তিনি করে ফেলেছিলেন। কারণ তাঁর এই অঙ্গভঙ্গি আবেগের বহিঃপ্রকাশ। তিনি কাউকে আঘাত করতে এই কাজ করেননি।
আরও পড়ুন- সৌদি প্রো লিগে রোনাল্ডোর গোলবর্ষণ, ফর্মে ফিরতেই নয়া রেকর্ড ক্রিশ্চিয়ানোর
বিশ্বজয়ের পরে গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে উচ্ছ্বাস দেখান আর্জেন্টাইন গোলকিপার। তাঁর এই অঙ্গভঙ্গির ছবি ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার ঝড় উঠে যায় গোটা দুনিয়ায়।