উইম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-১ গোলে হারিয়ে ইউরো কাপে যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড। ইউরো কাপে নবম টিম হিসেবে যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড। জোড়া গোল করলেন হ্যারি কেন । দুর্ধর্ষ গোল করে টিমকে এগিয়ে দেন ব়্যাশফোর্ডও।
আগামী বছর ইউরো কাপ জার্মানে। এর আগে এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, তুর্কি, অস্ট্রিয়ার মতো টিম। এবার তাঁদের দলে যোগ দিল ইংল্যান্ড।
আরও পড়ুন: টসে জিতে ফিল্ডিং আফগানিস্তানের, নিউজিল্যান্ড টিমে নেই উইলিয়ামসন
ইউক্রেনের বিরুদ্ধে নামবে ইতালি। এরপরই গ্রুপ সি-তে ইংল্যান্ডের বিরুদ্ধে কোন টিম থাকবে, তা জানা যাবে ২০ নভেম্বর।