কোপা আমেরিকার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি চিলি। তার আগে দলের সঙ্গে জন্মদিন পালন অধিনায়ক লিওনেল মেসির। ৩৭-এ পা রাখলেন মেসি। ২ বছর আগেই দেশকে কাঙ্খিত বিশ্বকাপ এনে দিয়েছেন। এবার দ্বিতীয়বার কোপা জয়ই লক্ষ্য। ক্যাপ্টেনের জন্মদিনে মেসি আবেগে ভাসল নিউ ইয়র্কের টাইমস স্কয়্যার। সেই আঁচ থেকে বাদ পড়ল না নিউ জার্সির টিম হোটেলও। দলের সঙ্গে কেক কাটলেন লিও মেসি।
সোমবার বিকেলে টাইমস স্কয়্যারে জড়ো হন আর্জেন্টিনার অনুরাগী ও সমর্থকরা। মেসির নামে ও আর্জেন্টিনার নামে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চত্বর। ২০ মাইল দূরে হিলটন শর্ট হিলসেও মেসির অনুরাগীরা আসেন। একবার তাঁদের ফুটবল ঈশ্বরকে দেখার জন্য অপেক্ষা করেন। কেকও কাটা হয়। ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের সঙ্গে কেক কাটার ছবি শেয়ার করে অনুরাগীদের ধন্যবাদ জানান আর্জেন্টিনার অধিনায়ক।