বিড়ালের অভিশাপেই বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের (Brazil)! এমনটাই কিন্তু মনে করছেন সমর্থকদের একাংশ। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে ব্রাজিলের সাংবাদিক বৈঠকে একটি বিড়াল (CAT) টেবিলে উঠে যায়। তখন সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও ব্রাজিলের প্রেস অফিসার। টেবিল থেকে বিড়ালটিকে ছুঁড়ে ফেলে দেন, ব্রাজিলের প্রেস অফিসার। এরপরই কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে নেমে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল।
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ২ দিন ধরে একাধিক পোস্ট করেছেন ব্রাজিল সমর্থকরা। সেখানে হতাশা ঝরে পড়েছে সমর্থকদের গলায়। সাংবাদিক বৈঠকে বিড়ালের ভিডিয়ো ও ব্রাজিলের ফুটবলারদের কান্নার ছবি নিয়ে পোস্ট করেন সমর্থকরা। সমর্থকদের দাবি, ওই বিড়ালকে ছুঁড়ে ফেলার জন্যই ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। একটি পোস্ট ভাইরাল হয়। যা সব জায়গায় ছড়িয়ে পড়ে। সেখানে লেখা, বিড়ালের অভিশাপেই বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের।
আরও পড়ুন: 'মানসিকভাবে বিধ্বস্ত', ব্রাজিলের হারের পর এই প্রথম মুখ খুললেন নেইমার
কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন নেইমার। গোল শোধ করে দেয় ক্রোয়েশিয়াও। কিন্তু টাইব্রেকার হেরে বিশ্বকাপ থেকে নেয় ব্রাজিল।