বাবা হচ্ছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এই খবর এখন সবার জানা। কিন্তু যেটা অজানা ছিল, তা হল কিংস কাপ থেকে এবার নিজেকে সরিয়ে নিলেন তিনি। আর এই ঘটনা যেন তাঁকে বিরাটের সঙ্গে একসূত্রে বেঁধে দিল। বাবা হওয়ার সময় অস্ট্রেলিয়া সফর থেকে মাঝ পথেই ফিরে এসেছিলেন কোহলি।
সেপ্টেম্বরে থাইল্যান্ডে বসতে চলেছে কিংস কাপের আসর। বাবা হওয়ার কারণে ইতিমধ্যেই ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ভারতের ফুটবল অধিনায়ক। ফেডারেশনকে দেওয়া চিঠিতে সুনীল জানিয়েছেন, ওইসময় স্ত্রী সোনম সন্তানের জন্ম দেবেন। ওইসময় তাঁর পাশে থাকা একজন স্বামী হিসেবে কর্তব্য।
আরও খবর : পেনাল্টি কর্নার নষ্টের খেসারত, এশিয়া হকিতে ভারতকে রুখে দিল জাপান
দীর্ঘ সময়ে তিনি ভারতীয় ফুটবলের প্রতীক। কিন্তু কোনও টুর্নামেন্টের আগে নিজেকে সরিয়ে নেননি সুনীল। তবে ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, পারিবারিক কারণে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই মঞ্জুর করা হতে পারে ভারত অধিনায়কের আবেদন। ফেডারেশন সূত্রে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।