FIFA On AIFF : শাস্তি তুলে নিল ফিফা, অবশেষে স্বস্তি ফিরল ভারতীয় ফুটবলে

Updated : Aug 28, 2022 23:41
|
Editorji News Desk

অবশেষে স্বস্তি। শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে দশটার পর ভারতীয় ফুটবলের উপর থেকে যাবতীয় শাস্তি প্রত্য়াহার করে নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। এক বিবৃতিতে জুরিখ থেকে জানানো হল, শাস্তি প্রত্যাহারের ফলে ভারতের মাটিতেই হবে মেয়েদের যুব বিশ্বকাপ। ওই বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় ফুটবল ফেডারেশনের চিঠিতে তারা খুশি। ফিফা চায় স্বশাসিত হিসাবেই কাজ করুক ভারতীয় ফুটবল ফেডারেশন। শুক্রবার রাতে ফিফার এই সিদ্ধান্ত স্বস্তির শ্বাস ভারতীয় ফুটবলে। জুরিখের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধর। 

গত ১৬ অগাস্ট ভারতীয় ফুটবলের উপর শাস্তি খাঁড়া নামিয়েছিল ফিফা। অভিযোগ করা হয়েছিল তৃতীয় পক্ষের হস্তক্ষেপের। ফিফা জানিয়েছিল, আন্তর্জাতিক ফুটবল প্রশাসনের নিয়মকে উপেক্ষা করেছেন ভারতীয় ফুটবল কর্তারা। ফিফার এই শাস্তিতে বিপাক বেড়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থার। এরপরেই আসরে নামে কেন্দ্রীয় সরকার। 

গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ফেডারশনের অন্দরে প্রশাসকদের ক্ষমতা খর্ব করা হয়। সভাপতি-সহ একাধিক পদের নির্বাচনের দিন ধার্য করা হয় দোসরা সেপ্টেম্বর। এরপরেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং ভারতীয় ফুটবল ফেডারেশন, সুপ্রিম কোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে পৃথক চিঠি পাঠায় ফিফাকে। 

শুক্রবার ফিফার এই সিদ্ধান্তের ফলে ভারতের মাটিতে ১১ থেকে ৩০ অক্টোবর হবে মেয়েদের যুব বিশ্বকাপ। সেইসঙ্গে এএফসি কাপে খেলতে পারবে এটিকে-মোহনবাগান। এবং ভিয়েতনাম ও সিঙ্গাপুরের সঙ্গেও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে ভারতীয় ফুটবল দল। 

AIFFFifaban

Recommended For You

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!
editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও