টানা দুবার বিশ্বকাপ জয়ের সামনে দাঁড়িয়ে ফ্রান্স (France)। ভাঙা টিম নিয়ে খেলতে নেমেও এবার বিশ্বকাপে সাফল্য। টিমে নেই গত বিশ্বকাপের সেরা ফুটবলার পোগবা। নেই ব্যালন ডি-অর জয়ী বেঞ্জিমাও। কিন্তু এমবাপে, ডেম্বেলো, গ্রিজম্যান, জিরুদের সামনে দাঁড়াতে পারল না টুর্নামেন্টের তাবড় তাবড় টিম। কীভাবে ফাইনালে এমবাপেরা। দেখে নিন এক নজরে।
প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারায় ফ্রান্স। জিতে টুর্নামেন্ট শুরু করেন এমবাপেরা।
দ্বিতীয় ম্যাচে জিতে শেষ ষোলোয় জায়গা পাকা করে ফ্রান্স। ২-১ গোলের ব্যবধানে জেতে টিম।
গ্রুপ পর্বের এই ম্যাচে হারতে হয় টিমকে। ১-০ গোলে তিউনেশিয়ার বিরুদ্ধে হারেন দিদিয়ের দেশেঁর টিম।
প্রিকোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে নামে ফ্রান্স। ৩-১ গোলে জেতে ফরাসি ব্রিগেড।
আরও পড়ুন: বিশ্বকাপে কাদের হারিয়ে ফাইনালে মেসিরা! কেমন ছিল আর্জেন্টিনার যাত্রাপথ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামেন এমবাপেরা। হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু ২-১ গোলে জিতে সেমিফাইনালে পৌঁছন গ্রিজম্যানরা।
বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে ফ্রান্স।
লুসাইল স্টেডিয়ামে রবিবার নামবে ফ্রান্স ও আর্জেন্টিনা। এই বিশ্বকাপ জিতলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে ফ্রান্স।