এবার কাতারে বিশ্বকাপের আসর। দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে অফিসিয়াল ম্যাচবলের নাম। এবার বলের নাম আল রিয়েহেলা। এই ম্যাচবলে একাধিক অত্যাধুনিক প্রযুক্তিও ব্যবহার করেছে ফিফা। VAR প্রযুক্তি ও অফসাইড বুঝতেও সাহায্য করবে এই বল।
এবার বিশ্বকাপে ৩২টি দেশ অংশগ্রহণ করছে। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেগাভোল্টেজ টুর্নামেন্ট। প্রত্যেক বিশ্বকাপে অফিসিয়াল ম্যাচবলের নাম পাল্টানো হয়। বলে একাধিক সুবিধাও রাখা হয়। এবার প্রথম বলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে ফিফা। ম্যাচের গতি বাড়িয়ে দেবে এই বল। বিগত বিশ্বকাপগুলির ম্যাচবলের থেকে এই বল হাওয়ার অনেক দ্রুত এগোবে। তাই বিশ্বকাপে খেলার গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে এই প্রথম ম্যাচের রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে বলের থেকে। জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস।
আরও পড়ুন: কাতারে বিশ্বকাপের ম্যাসকটের নাম লায়িব, জেনে নিন কেন এই নাম রেখেছে ফিফা
ফিফা জানিয়েছে, এটি আরবি শব্দ। এর অর্থ 'দা জার্নি'। সংস্কৃতি, স্থাপত্য, কাতারের জাতীয় পতাকা ও আইকনিক বোট, সবকিছু এই বলের গায়ে রাখা হয়েছে। এই বলের রংও এমন ভাবে নির্বাচন করা বয়েছে, যা খেলার গতি নিমেষে বাড়িয়ে দেবে। এই বলে প্রথমবার ওয়াটার বেসড কালি ও আঠার ব্যবহার করা হয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তি
পাশাপাশি এই বলে অত্যাধুনিক প্রযুক্তিরও ব্যবহার করেছে ফিফা। রাখা হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। এর মাধ্যমে উৎকৃষ্ট বল প্রযুক্তির মাধ্যমে ম্যাচের সব তথ্য পাওয়া যাবে। সেমি-অটোমেটেল অফসাইড টেকনোলজি ও VAR সিস্টেমের তথ্যের মাধ্যমে রেফারিদের সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে। ফিফা আরব কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এই প্রযুক্তি পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হয়েছে। তবে জনসাধারণের জন্য যে ম্যাচবল বিক্রি হবে, তাতে ওই অত্যাধুনিক প্রযুক্তি থাকবে না। এমনই জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা অ্য়াডিডাস।