এটিকে মোহনবাগান ছাড়ার পর থেকেই ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণাকে নিয়ে শুরু হয় একাধিক জল্পনা। এরপর তিনি কোন টিমে, কোথায় যাচ্ছেন এই গোলমেশিন। তাঁর সবুজ-মেরুন ছাড়ার অবাক হয়েছিলেন বাগান সমর্থকরা। তারকা স্ট্রাইকারের বিদায়ে মন খারাপ হয়ে যায় ভক্তদের। গঙ্গাপারের ক্লাবের (Mohun Bagan) সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হতেই তাঁকে পেতে বেঙ্গালুরুর পাশাপাশি আসরে নামে আইএসএলে খেলা ক্লাব কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেড (North East United)। শোনা যায়, কৃষ্ণা নাকি ফিরিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রস্তাবও। আবার পুরনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে ফেরার সম্ভাবনাও প্রবল হয়েছিল তাঁর। তবে সবশেষে বাজি জিতলেন সুনীল ছেত্রীরাই।
গত দুই মরশুমে লিগের প্রথম চারে থাকতে ব্যর্থ হয়েছে বেঙ্গালুরু (Bengaluru FC)। তাই এবার ঘুরে দাঁড়াতে কোমর বেঁধে ঘর গোছানো শুরু করে তারা। আর রয় কৃষ্ণা যোগ দেওয়ায় নিঃসন্দেহে আরও শক্তিশালী হয়ে উঠল প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নরা। এর আগে জাভি হার্নান্ডেজ এবং প্রবীর দাসকে সই করিয়েছে ক্লাব। সেই সঙ্গে দলের তরুণ ফুটবলারদের সঙ্গে বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। অর্থাৎ আগামী মরশুমে প্রাক্তন দুই মোহনবাগানি কৃষ্ণা ও প্রবীর এবার জুটি বেঁধে খেলবেন বেঙ্গালুরুর জার্সিতে।
আরও পড়ুন- Ronaldo Rejects Massive Offer: ২৭৫ মিলিয়ন ইউরো! সৌদি আরবের ক্লাবের প্রস্তাব ফেরালেন রোনাল্ডো
২০১৯ সালে অস্ট্রেলীয় লিগের ওয়েলিংটন ফিনিক্স থেকে ভারতীয় ফুটবলে আগমন ঘটেছিল রয় কৃষ্ণার। প্রথমে তিনি সই করেন এটিকেতে। লাল-সাদা জার্সিতে আইএসএলের (ISL) চ্যাম্পিয়নও হন তাঁরা। তারপর সেখান থেকে এটিকে-মোহনবাগান (Mohun Bagan)। আইএসএল কেরিয়ারে ৬০ ম্যাচে ৩৬ গোল করেছেন রয়।