Roy Krishna in Bengaluru FC: অবশেষে বেঙ্গালুরু পাড়ি দিলেন রয় কৃষ্ণা, আসন্ন আইএসএলে নামবেন নীল জার্সিতে

Updated : Jul 18, 2022 14:03
|
Editorji News Desk

এটিকে মোহনবাগান ছাড়ার পর থেকেই ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণাকে নিয়ে শুরু হয় একাধিক জল্পনা। এরপর তিনি কোন টিমে, কোথায় যাচ্ছেন এই গোলমেশিন। তাঁর সবুজ-মেরুন ছাড়ার অবাক হয়েছিলেন বাগান সমর্থকরা। তারকা স্ট্রাইকারের বিদায়ে মন খারাপ হয়ে যায় ভক্তদের। গঙ্গাপারের ক্লাবের (Mohun Bagan) সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হতেই তাঁকে পেতে বেঙ্গালুরুর পাশাপাশি আসরে নামে আইএসএলে খেলা ক্লাব কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেড (North East United)। শোনা যায়, কৃষ্ণা নাকি ফিরিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রস্তাবও। আবার পুরনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে ফেরার সম্ভাবনাও প্রবল হয়েছিল তাঁর। তবে সবশেষে বাজি জিতলেন সুনীল ছেত্রীরাই। 

গত দুই মরশুমে লিগের প্রথম চারে থাকতে ব্যর্থ হয়েছে বেঙ্গালুরু (Bengaluru FC)। তাই এবার ঘুরে দাঁড়াতে কোমর বেঁধে ঘর গোছানো শুরু করে তারা। আর রয় কৃষ্ণা যোগ দেওয়ায় নিঃসন্দেহে আরও শক্তিশালী হয়ে উঠল প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নরা। এর আগে জাভি হার্নান্ডেজ এবং প্রবীর দাসকে সই করিয়েছে ক্লাব। সেই সঙ্গে দলের তরুণ ফুটবলারদের সঙ্গে বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। অর্থাৎ আগামী মরশুমে প্রাক্তন দুই মোহনবাগানি কৃষ্ণা ও প্রবীর এবার জুটি বেঁধে খেলবেন বেঙ্গালুরুর জার্সিতে।

আরও পড়ুন- Ronaldo Rejects Massive Offer: ২৭৫ মিলিয়ন ইউরো! সৌদি আরবের ক্লাবের প্রস্তাব ফেরালেন রোনাল্ডো

২০১৯ সালে অস্ট্রেলীয় লিগের ওয়েলিংটন ফিনিক্স থেকে ভারতীয় ফুটবলে আগমন ঘটেছিল রয় কৃষ্ণার। প্রথমে তিনি সই করেন এটিকেতে। লাল-সাদা জার্সিতে আইএসএলের (ISL) চ্যাম্পিয়নও হন তাঁরা। তারপর সেখান থেকে এটিকে-মোহনবাগান (Mohun Bagan)। আইএসএল কেরিয়ারে ৬০ ম্যাচে ৩৬ গোল করেছেন রয়। 

Roy KrishnaFootball clubBengaluru FC

Recommended For You

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!
editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও