শনিবার এএফসি এশিয়ান কাপের কঠিন পরীক্ষা ভারতের সামনে। দোহায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছেন সুনীল ছেত্রী, সন্দেশ জিঙ্ঘানরা। এই ম্যাচের আগেই যুগান্তকারী সিদ্ধান্ত এএফসির। প্রথম এএফসি কাপের ম্যাচ পরিচালনা করবে মহিলা রেফারি। শনিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন জাপানের মহিলা রেফারি ইয়োশিমি ইয়ামাশিটা।
এই এএফসি এশিয়ান কাপের আগে অনেকটাই অনুশীলন চেয়েছিলেন কোচ ইগর স্টিমাচ। কিন্তু আইএসএলের জন্য ফুটবলারদের ছাড়তে রাজি হয়নি ক্লাবগুলি। তাই প্রস্তুতি তেমন ভাল ভাবে হয়নি। ফিফা কোয়ালিফায়ারে ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসোর চোটও ভাবাবে টিমকে। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান ও সিরিয়া। গ্রপ পর্বে সাফল্য পেতে নতুন স্ট্র্যাটেজি নিতে চান কোচ স্টিমাচ।
শনিবার দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে নামবে টিম ইন্ডিয়া। ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচ।