একজন চাল দিচ্ছেন। অন্যজন প্রতিপক্ষের চালের অপেক্ষা করছেন। সামনে একটা দাবার বোর্ড। তার উপরে ক্যাপশনে লেখা সবটাই মগজের খেলা। বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক থেকে বন্ধু মেসির সঙ্গে একটি দাবা খেলা ছবি পোস্ট করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি পুরনো হলেও, লেখাটা নতুন। আসলে এই বিশ্বকাপ তাঁদের দু জনের কাছেই ফিরিয়ে দেওয়ার। ১৬ বছর আগে বার্লিনে দু জনের বিশ্বকাপে অভিষেক হয়েছিল। তখন রোলান্ডো একুশ, আর মেসি উনিশ।
১৬ বছর পেরিয়ে একজন সাইতিরিশ ও অন্যজন পঁয়তিরিশ। ইতিমধ্য়েই মেসি জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপটা দিয়েই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। রোনাল্ডো অবশ্য এখনও সিদ্ধান্ত নেননি। তবুও কাতারে এই দুই হুজুরের উপরেই যাবতীয় ফোকাস। আসলে গত দু দশকে এই দু জন মিলেই বিশ্ব ফুটবলকে সমৃদ্ধ করেছেন। ক্লাব ফুটবল দেখার জন্য তাঁদের ভক্তদের তো বটেই এমনকী বাকিদেরও মাঠে নিয়ে এসেছেন। বসিয়েছেন টেলিভিশনের সামনে। সেই মেসি-রোনাল্ডোর মাইন্ড গেম দেখার জন্য এখন মুখিয়ে আছে কাতার।
এরমধ্য়ে শনিবার দু জনেই অনুশীলনে ফিরেছেন। নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে শুরু থেকে দেখা গিয়েছে লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তবে প্রথম ম্য়াচে মাঠে নামার আগে দোহায় বেশির ভাগ সময় নাকি একাই থাকছেন মেসি। এমনকী কাতার বিশ্ববিদ্য়ালয়ের মাঠে মেসিকে একাই অনুশীলন করতে দেখা গেল। উল্টো দিকে দলের সঙ্গেই মেতে আছে সিআর সেভেন। আর্জেন্টিনা খেলবে সৌদি আরবের বিরুদ্ধে। তবে পর্তুগালকে শুরু করতে হবে ঘানার বিরুদ্ধে।