যৌন নিগ্রহের অভিযোগ। গ্রেফতার করা হল ব্রাজিলিয়ান তারকা দানি আলভেসকে (Dani Alves)। স্পেনে এক মহিলাকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
আদালতে পেশ করা হল দানিয়েল আলভেসকে। আদালতে জামিনের আবেদন করতে পারবেন আলভেস। সংবাদ সংস্থা এএফপি-কে পুলিশ জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর বার্সেলোনার একটি নাইট ক্লাবে ঘটনাটি ঘটেছে। স্পেনে যৌন নিগ্রহের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। পুলিশ জানিয়েছে, এই নিয়ে বিশদে তাঁরা কিছু বলতে পারবেন না।
আরও পড়ুন: কেন্দ্রের আশ্বাস পেয়ে ধর্না প্রত্যাহার কুস্তিগিরদের, তদন্ত কমিটির ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
৩৯ বছর বয়স দানি আলভেসের। এবার বিশ্বকাপেও কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। বার্সেলোনা, জুভেন্টাস, পিএসজির মতো বড় ক্লাবেও খেলেছেন। বর্তমানে মেক্সিকান ক্লাব পুমাসে খেলেন তিনি।