বিশ্বকাপ(Qatar World Cup 2022) মিটতেই নিজের বাড়ির সামনেই আক্রান্ত হলেন ব্রাজিলের(Brazil) সদ্য প্রাক্তন কোচ তিতে(Brazil Coach Tite)। গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তিতে। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চেন দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করে বলে অভিযোগ। এরপর তিতেকে কার্যত আটকে রেখে কাতার বিশ্বকাপ(Qatar Football World Cup 2022) থেকে ব্রাজিল-বিদায়ের কারণ জানতে চাওয়া হয়। এই ঘটনায় স্বভাবতই কিছুটা চিন্তায় রয়েছেন নেইমার-দ্য সিলভাদের সদ্য প্রাক্তন কোচ। রিওর(Rio) এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে ব্রাজিল পুলিশ।
পুলিশি তদন্তে জানা যায়, ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগানে সাইকেল চুরির(Bicycle Thief) চেষ্টা করছিল। তা দেখতে পেয়ে বাধা দিতে যান তিতে। তখনই তিনি দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন। তিতের চিৎকারে ছুটে আসেন তাঁর স্ত্রী। অবস্থা বেগতিক বুঝে পালায় সেই দুষ্কৃতী(Miecreant)।
আরও পড়ুন- Christmas Eve of Belur : বেলুড় মঠে ক্রিসমাস ইভ, ক্যারোলের সুরে মহাসমারোহে পালিত যিশু পুজো