আরও একবার আগুনের সামনে। আরও একবার জ্বলে ওঠার লড়াই লিওনেল মেসি। রবিবার আর্জেন্টিনার বিরুদ্ধে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপে এই ফ্রান্সের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবার বিশ্বকাপের ফাইনাল নীল-সাদা জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি। জীবন এমনই পরিহাসের। এই ম্যাচে মেসির সঙ্গে লড়বেন প্যারিস সাঁ জাঁ-র সতীর্থ এমবাপে। এই বিশ্বকাপে দুজনেই ৫ গোল করে গোল্ডেন বুট জয়ের একদম দোরগোড়ায় আছেন।
রবিবার কাতার বিশ্বকাপের মেগা ফাইনাল। আকাশি-নীল ও সাদার ভাঁজে ভাঁজে স্বপ্ন। ৩৬ বছর পর বিশ্বজয়ের স্বপ্ন। মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর স্বপ্ন। লিওনেল মেসির শেষ ম্যাচের স্বপ্ন। অনেক কিছুই আছে, যা এড়িয়ে যাওয়া যায় না। এই ম্যাচে ফ্রান্সকে হারালে একসঙ্গে অনেক স্বপ্নপূরণ হবে আর্জেন্টিনার।
আরও পড়ুন: সেমিফাইনাল ম্যাচের আগে অসুস্থ ফ্রান্সের দুই খেলোয়াড়, সমস্যায় কোচ দিদিয়ের
এমবাপের কাছে বিশ্বকাপ যেন নেশার মতো। আদর্শ ফুটবলারও পেলে। ১৯৩৮ সালে ইতালি। ১৯৬২ সালে পেলের নেতৃত্বে পরপর দুবার বিশ্বকাপ জেতে ব্রাজিল। ৬০ বছর পর সেই সুযোগের সামনে দাঁড়িয়ে ফ্রান্স। কোনও সুযোগ ছাড়তে চাইছেন না এমবাপে।