বিশ্বকাপের প্রথম একাদশে সুযোগ। গ্যালারিতে তখন প্রায় ৮২ হাজার দর্শক গর্জন করছে। তাঁরা, রোনাল্ডোকে দেখতে এসেছেন। অন্য কাউকে নয়। কিন্তু অন্য জাতের ফুটবলার গঞ্জালো রামোস। বিশ্বকাপের মতো মঞ্চে রোনাল্ডোর পরিবর্তে নেমে হ্যাটট্রিক করলেন তিনি। পর্তুগাল জিতল ৬-১-এর বিরাট ব্যবধানে। একাধিক রেকর্ডও গড়লেন রামোস।
কে এই গঞ্জালো রামোস। ক্লাব ফুটবলে ইপিএলের বেনফিকার হয়ে খেলেন রামোস। রোনাল্ডোর পরিবর্তে কোচ ফার্নান্দো স্যান্টোস নামিয়ে দেন তাঁকে। নামতেই সাফল্য। কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লেখালেন রামোস।
২০০২ সালে বিশ্বকাপে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছিলেন জার্মানির মিরস্লাভ ক্লোজে। এরপর বিশ্বকাপের অভিষেকে কোনও ফুটবলার হ্যাটট্রিক করতে পারেননি। সেই রেকর্ড ভাঙলেন রামোস।
পেলের পর সবথেকে কম বয়সে বিশ্বকাপে রেকর্ড রামোসের। ২১ বছরে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি।
১৯৯০ বিশ্বকাপে শেষবার প্রি-কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক হয়েছিল। এরপর এই প্রথম বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক রামোসের।