ডার্বির টিকিট নিয়ে সমস্যা মিটতেই অফলাইন টিকিট নিয়ে বড় ঘোষণা করল ইস্টবেঙ্গল। রবিবার যুবভারতী স্টেডিয়ামে আইএসএল-এর বড় ম্যাচ। অনলাইন টিকিট বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছে। অফলাইন টিকিট কবে থেকে বিক্রি হবে? অনলাইনে যারা টিকিট কেটেছেন, তারা রিডম করবেন কোথায়!
ইস্টবেঙ্গল তাবুতে টিকিট
এবার ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। ক্লাবের পক্ষ থেকে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত ক্লাব তাঁবুতে অফলাইন টিকিট কাটবে পারবেন সমর্থকরা। বুক মাই শো থেকে কেনা টিকিট রিডম করা যাবে যুবভারতীর বক্স অফিস ওয়ান থেকে। মোহনবাগান সমর্থকরাও বক্স অফিস-৪-এ গিয়ে অনলাইন টিকিট রিডম করতে পারবেন।
টিকিটের দাম
অনলাইন টিকিট পার্টনার বুক মাই শো অ্যাপে দেখা গিয়েছে, এবার ডার্বির টিকিটের ন্যূনতম দাম ২০০ টাকা। সর্বাধিক দাম ১৫০০ টাকা।