ফের ভারতীয় ফুটবলে গড়া পেটার কালো ছায়া। ২০১৮ সালের আই লিগে ম্যাচ (I-Leauge) গড়াপেটার অভিযোগ উঠেছিল। ফের সেই অভিযোগই ফিরে এল ভারতীয় ফুটবলে। চলতি আই লিগে ম্যাচ গড়াপেটার একাধিক বিতর্কিত বিষয় উঠে এসেছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে চলেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।
সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে এই ঘটনা প্রকাশ্যে এনেছেন। তবে এই তথ্য তিনি কী ভাবে জানতে পেরেছেন সেই সম্পর্কে কোনও উত্তর দেওয়া হয়নি। শুধু জানানো হয়েছে, ভারতীয় ফুটবলের গৌরব রক্ষায় সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ (AIFF) সবরকম চেষ্টা করবে।
আরও পড়ুন - দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে চান, T20 ম্যাচে নামার আগে জানালেন দীপক চাহার
অক্টোবর মাসে চলতি মরসুমের আই লিগ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৪০টির বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। কলকাতার মহমেডান স্পোর্টিং আই লিগে খেলছে। কিন্তু আইলিগের কোন ক্লাব কিংবা কোন ফুটবলার কিছুই প্রকাশ্যে আনা হয়নি।