আগামী ৩ মার্চ থেকে আবারও শুরু হবে আই লিগ (I League)। এমনটাই জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
দেশের করোনা (Coronavirus) পরিস্থিতির হাল কিছুটা ফিরেছে। স্বাভাবিক হচ্ছে জীবন। কমছে সংক্রমণ। তাই ফের আই লিগ (I League) চালুর সিদ্ধান্ত নিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশ বা AIFF।
আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট। এর আগে কলকাতার বুকে টুর্নামেন্টে এবারের শুরু হলেও করোনা আতঙ্কে পরবর্তীতে স্থগিত করে দিতে হয় টুর্নামেন্ট।
আরও পড়ুন: East Bengal ISL 2022: আইএসএলে ইস্টবেঙ্গলের সামনে এবার চেন্নাইয়িন এফসি, ছন্দে ফেরাই লক্ষ লাল-হলুদের
এআইএফএফ জানিয়ে দিল আই লিগ শুরুর কথা। জৈব সুরক্ষা বলয়েই থাকবেন ফুটবলার, সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালরা। ২০ ফেব্রুয়ারির মধ্যে জৈব সুরক্ষা বলয়ে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তিন তিনবার নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট থাকতে হবে ফুটবলারদের। জৈব সুরক্ষা বলয়ে প্রত্যেককে ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে, সেই সময় তাঁদের আরও তিনটি করোনা পরীক্ষা করানো হবে।