একই দিনে মাঠে নামছে ময়দানের তিন প্রধান। সাম্প্রতিক সময় এমন দৃশ্য দুর্লভ। ১৪ অগাস্ট ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের ম্যাচ একই দিনে সূচিতে রেখেছিল আইএফএ। কিন্তু বাদ সাধল সেনা। বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, রেড রোডে স্বাধীনতা দিবসের মহড়ার জন্য ম্যাচের ভেন্যু বদলে দেওয়া হবে।
ঘরের মাঠে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পুলিশ এসি। মহমেডানের প্রতিপক্ষ সাদার্ন সমিতি। মোহনবাগানের খেলার কথা এফসিআই-র বিরুদ্ধে। মোহনবাগানের ম্যাচ বাদ দিয়ে ইস্টবেঙ্গল ও মহমেডানের ম্যাচ সরানো হতে পারে। রেড রোডের প্যারেড হবে। সমর্থকদের ঢুকতে সমস্যা হতে পারে। ওদিকে লেসলি ক্লডিয়াস সরণিতে বিভিন্ন ট্যাবলো তৈরি হচ্ছে। লাল-হলুদ সমর্থকদেরও সমস্যা হবে মাঠে আসতে। তাই এই দুই ক্লাবের খেলা সরাতে পারে আইএফএ। তবে মোহনবাগান মাঠে যাওয়ার কোনও সমস্যা নেই।
১৫ অগাস্টের আগের দিন ময়দান অন্যরকম আবহের সাক্ষী হতে পারত। কিন্তু পুলিশি নিরাপত্তা, সেনার আপত্তি, সব মিলিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না আইএফএ। প্রয়োজনে ম্যাচের দিন বদলের রাস্তাও খোলা রাখতে চাইছে তারা।