সাফ কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। পাকিস্তানকে হারালেও মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন ভারতের কোচ ইগর স্টিমাচ। বিপক্ষের ফুটবলার ও কোচদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার কারণে এই সিদ্ধান্ত নেন রেফারি। কিন্তু যা করছেন, তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই স্তিমাচের। জানালেন, পরিস্থিতি এমন এলে ফের এই কাজ করবেন তিনি।
লাল কার্ড দেখায় বুধবার রাতে সাংবাদিক বৈঠকেও আসতে পারেননি তিনি। তবে টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। লিখেছেন, ফুটবল পুরোটাই আবেগের। বিশেষত যেখানে আপনি দেশের জার্সি পরে লড়াইয়ে নামেন। আমার কাজের জন্য ভালবাসতে পারেন, ঘৃণা করতে পারেন। কিন্তু আমি যোদ্ধা। ছেলেদের রক্ষা করার জন্য ফের একই কাজ করব।"
সাংবাদিক বৈঠকে মহেশ গাউলি অবশ্য স্বীকার করে নিয়েছেন, স্তিমাচের দোষ ছিল। ওভাবে মাথাগরম করা ঠিক হয়নি। ওদের ফুটবলারদের সঙ্গে বিবাদে জড়ানোর দরকার ছিল না। সঙ্গে তিনি জানান, একটু কড়া শাস্তি দেওয়া হয়েছে। স্তিমাচকে।