ভারতীয় ফুটবলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল ক্রোয়েশিয়ার প্রাক্তন বিশ্বকাপ ইগর স্তিমাচকে। সোমবার এক বিবৃতিতে একথা জানাল ভারতীয় ফুটবল ফেডারেশন। যে বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে ভারতীয় দলের আর কোচ নন স্তিমাচ। বিশ্বকাপের যোগ্যতা পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি ভারত। ওয়াকিবহাল মহলের দাবি, সহজ গ্রুপ থেকেও যোগ্যতা অর্জন করতে না পারার দায় কোচের উপরেই চাপানো হল।
সম্প্রতি স্তিমাচ জানিয়েছিলেন, বিশ্বকাপের যোগ্যতা পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে না পারলে তিনি ভারতের কোচের পদ ছেড়ে দেবেন। পরে অবশ্য নিজের অবস্থান থেকে সরেও এসেছিলেন। কিন্তু সোমবার সরকারি ভাবে তাঁকে ছুটি করে দিল ভারতীয় ফুটবল। সোমবারের বিবৃতিতে স্পষ্ট, আর্থিক ক্ষতিপূরণ মেনে নিয়েও স্তিমাচকে ছাঁটাই করা হয়েছে।
২০১৯ সাল থেকে ভারতের কোচ ছিলেন স্তিমাচ। গত পাঁচ বছরে তাঁর বিরুদ্ধে অভিযোগ ভারতীয় ফুটবলে নতুন প্রজন্ম তৈরিতে ব্যর্থ। দিতে পারেননি কোনও উল্লেখযোগ্য ট্রফি। শেষ এশিয়ান কাপ খেলতে গিয়ে একটি গোল করতে পারেনি ভারতীয় দল। যে জাতীয় ক্যাম্পের কথা তিনি বলতেন, সেই ক্যাম্প করেও আসেনি কোনও সাফল্য।