পরপর দুই বলে দুটি বাউন্ডারি। জেমাইমা রড্রিগেজ়ের (Jemimah Rodrigues ) অবিশ্বাস্য হাফসেঞ্চুরিতে খেলা ঘুরে গেল। মেয়েদের T20 বিশ্বকাপে প্রথম ম্যাচেই পাকিস্তানকে দুরমুশ ভারতের (India vs Pakistan)। ৫৩ রান করে জয়ের 'নায়ক' জেমাইমা। ৩১ রান করে অপরাজিত বঙ্গকন্যা রিচা ঘোষও।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভাল পারফরম্যান্স করেন শেফালি ভার্মা ও ইয়াস্তিকা ভাটিয়া। ২৫ বলে ৩৩ রান করেন শেফালি ভার্মা (Shefali Verma)। ১৭ রান করে ফেরেন ইয়াস্তিকা। ওপেনিং জুটি ফিরলেও খেলা ধরে নেন জেমিনা রড্রিগেজ় ও হরমনপ্রীত কৌর। অধিনায়ক কৌর ফিরলেও রিচার সঙ্গে লড়াই চালান জেমিমা। ৩৮ বলে ৫৩ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন তিনি।
আরও পড়ুন: সময়ের মধ্যে মাঠ তৈরি হবে না, ধর্মশালা থেকে সরল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফ। ৫৫ বলে ৬৮ রান করেন অধিনায়ক নিজে। ৪ উইকেটে ১৪৯ রান তোলে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে এটাই সর্বাধিক রান মেয়েদের পাকিস্তান টিমের।