ত্রাতা সেই সুনীল ছেত্রী। ৮১ মিনিটে তাঁর গোলেই অখ্যাত ভায়ানাতুকে হারাল ভারত। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে একাধিক সুযোগ নষ্ঠ করে শেষ পর্যন্ত গোল করেন সুনীল। চার দেশের এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ জিতল ভারত। তাদের শেষ প্রতিপক্ষ লেবানন। এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত।
মঙ্গোলিয়াকে হারিয়ে এদিন কলিঙ্গ স্টেডিয়ামে খেলতে নেমেছিল ভারত। ওসিয়ানিয়া মহাদেশের অখ্যাত এই দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণ শক্তি দেখিয়ে ছিলেন ভারতীয় কোচ ইগর স্তিমাচ। ম্যাচে ৮১ মিনিটে, বাঁ দিক থেকে নাওরেম মহেশ বল ভাসিয়েছিলেন। হেড করার জন্য উঠেছিলেন প্রীতম। তিনি বলের ফ্লাইট বুঝতে পারেননি। তাঁর ঠিক পিছনেই ছিলেন সুনীল। বুক দিয়ে বল নামিয়ে বাঁ পায়ে শট নেন তিনি।
প্রথম ম্যাচে লেবাননের কাছে তিন-এক গোলে হেরেছে ভানুয়াতু। এদিন ভারতের কাছেও হারল। এই ম্যাচ জিতেই ফাইনালে উঠলেন সুনীল ছেত্রীরা। তবে তার আগে লেবানন ম্যাচ খেলতে হবে ভারতকে।