কর্তাদের সঙ্গে যাবতীয় মনোমালিন্য কাটিয়ে ফের দল নিয়ে মাঠে ফিরছেন ভারতীয় ফুটবল কোচ ইগর স্তিমাচ। কারণ, মাথার উপরেই রয়েছে বিশ্বকাপের যোগ্যতার ম্যাচ। তার সঙ্গে আছে এএফসি এশিয়ান কাপের যোগ্যতার ম্যাচও।
২০২৬ সালে বিশ্বকাপের যোগ্যতা পেতে হলে প্রাথমিক রাউন্ডে ভারতের প্রতিপক্ষ কাতার এবং কুয়েত। তার জন্য প্রাথমিক ভাবে ২৮ জনের দল তৈরি করেছেন স্তিমাচ। এই মাসের আট তারিখ থেকে দুবাই চলে যাবে ভারতীয় দল। সেখানেই হবে প্রস্তুতি। ১৬ তারিখ ভারতের প্রথম ম্যাচ কুয়েতের বিরুদ্ধে।
সাম্প্রতিক সময়ে এশিয়ান গেমসে ফুটবল খেলেছে ভারত। অধিনায়ক সুনীল ছেত্রীর নেতৃত্বে ২৩ বছর পর নক-আউটে উঠেছিল ভারত। সৌদি আরবের বিরুদ্ধে সেই ম্যাচে হারলেও ভারতীয় দলের পারফরম্যান্স সবাইকে চমকে দিয়েছিল। তাই বিশ্বকাপের যোগ্যতার ম্যাচেও সেই ধারাতেই ফুটবল খেলতে চান স্তিমাচ।