প্রতিপক্ষ বিশ্বকাপ খেলাটাকে জলভাতে পরিণত করেছে। আর তাঁরা কবে বিশ্বকাপ খেলবেন, সেই আশাতে এখনও তাকিয়ে দেশবাসী। এই অবস্থায় শনিবার দোহায় অস্ট্রেলিয়ার কাছে ভারতের দুই শূন্য গোলে হারের মধ্যেও লড়াই দেখছেন প্রাক্তনরা। তাঁদের মতে, সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক মঞ্চে এটাই ভারতের সেরা লড়াই।
অঙ্ক বলছে, একটা ম্যাচ হারলেও কোনও ক্ষতি নেই। এখান থেকেও এশিয়ান কাপের নকআউটে যেতে পারে ভারত। তাদের পরের প্রতিপক্ষ সিরিয়া এবং উজবেকিস্তান। যারা ধারে এবং ভারে অস্ট্রেলিয়ার থেকে অনেক কম শক্তিশালী। গ্রুপে এই দুটি ম্যাচ জিতলে সুনীলদের পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে দ্বিতীয় দল হিসাবে নকআউটে উঠতে পারেন ছেত্রীরা।
তবে আলট্রা ডিফেন্সিভের খোলস থেকে বেরিয়ে আসতে হবে ব্লু টাইগার্সকে। সিরিয়া এবং উজবেকিস্তানের বিরুদ্ধে পয়েন্ট পেতে হলে সত্যিই ভয়ডরহীন ফুটবল খেলতে হবে ভারতকে। এমনটাও কিন্তু মনে করছেন প্রাক্তনরা।