অপেক্ষার অবসান। বাবা হলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বুধবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী সোনম (Sonam Bhattacharjee)। পরিবার সূত্রে খবর, বেঙ্গালুরুর (Bengaluru) এক নার্সিংহোমে ভর্তি রয়েছেন সোনম। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন।
বুধবার সকাল ১১টা ১১ মিনিটে পুত্র সন্তানের জন্ম হয় সুনীল ও সোনমের। সুনীল এখনও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি। নীরব সোনমও। ছেলের নাম কী রেখেছে, তাও জানা যায়নি।
আরও পড়ুন: দৃষ্টিহীন কিশোরী সমর্থকের সঙ্গে ছবি তুললেন, ফের মন জিতলেন রোনাল্ডো
প্রসঙ্গত, এশিয়ান গেমসের আগে ভারতীয় দল কিংস কাপে খেলতে নামবে। এই টুর্নামেন্টে থাকবেন না সুনীল। তাঁকে না রেখেই দল ঘোষণা করেছেন কোচ ইগর স্টিম্যাচ।