Sunil Chhetri : প্রতিপক্ষ কুয়েত, যুবভারতীতে আজ অবসর ম্যাচে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

Updated : Jun 06, 2024 13:36
|
Editorji News Desk

এই শহর জানে তাঁর প্রথম সবকিছু...। ঘুরে ফিরে সেই কলকাতা। আরও একটা ম্যাচ খেলতে নামবেন তিনি। তবে এবার শেষবারের মতো। তবুও, আবেগ নয় ফোকাস তাঁর কুয়েত ম্যাচের উপরেই। আসলে তিনি ভারতীয় ফুটবলের সেনাপতি। আর কয়েক ঘণ্টা। তারপর যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে প্রি-বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবেন ব্লু টাইগার্স। তবুও, ম্যাচের আগে নিজের অবসরকে নয়, কুয়েত ম্যাচ জয়ের কথাই বারে বারে বলছেন সুনীল ছেত্রী। তিনি জানেন, এই ম্যাচের গুরুত্ব। 

ভোট মিটে গিয়েছে। তবুও, তার রেশ রয়ে গিয়েছে। সারাদিনই আলোচনা চলছে দিল্লির মসনদ নিয়ে। এরইমাঝে ইতিহাসের লক্ষ্য আজ, বৃহস্পতিবার কলকাতায় খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। কেরিয়ারের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে জিততে পারলে প্রি-বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে দেশকে তুলতে পারবেন সুনীল। বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। তাই মাঠে নামার আগে কুয়েতের বিরুদ্ধে ভয়ডরহীন ফুটবল খেলার কথা বলছেন সুনীল ছেত্রী। আর সতীর্থরা বলছেন, ম্যাচ জিতেই অধিনায়ককে ফেয়ারওয়েল দিতে। 

খুব কঠিন এই পরিস্থিতি। একদিকে সুনীলের মতো একজন আইকনের অবসর ম্যাচ। অন্যদিকে কুয়েতের মতো দেশের বিরুদ্ধে ৯০ মিনিটের লড়াই। এই পরিস্থিতিতে কী ভাবে তিনি ড্রেসিং রুম সামলেছেন তা কলকাতায় বসে জানালেন ভারতের ফুটবল কোচ ইগর স্তিমাচ। জানালেন, এই কাজে সুনীলই তাঁকে সাহায্য করেছেন। 

নব্বই মিনিট ফুটবল খেলবে ভারত ও কুয়েত। শেষ বাঁশি বাজবে। খেলা শেষ হবে। ফলাফলও জানা যাবে। কিন্তু বৃহস্পতিবারের এই রাত একজনের কাছে ব্যতিক্রমী হয়ে রয়ে যাবে। ১৯ বছরের একটা বৃত্ত পূর্ণ করে ভারতীয় ফুটবলকে বিদায় জানাবেন তিনি। খুলে ফেলবেন তাঁর লাকি বুট। তিনি সুনীল ছেত্রী। সেই শহরে....যেখানে তাঁর সব কিছু জানা। 

Sunil Chhetri

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?