ডুরান্ড কাপের ফাইনালের আগের দিন ভারতীয় ফুটবলে ফের ডামাডোল। জাতীয় দলের ফুটবলার ছাড়া নিয়ে দিন কয়েক আগে ভারতীয় ক্লাবগুলির বিরুদ্ধে মুখ খুলেছিলেন জাতীয় কোচ ইগর স্তিমাচ। এবার তাঁকেই শো-কজ করল ভারতীয় ফুটবল ফেডারেশন। বাহাত্তর ঘণ্টার মধ্যে তাঁর থেকে এই ব্যাপারে জবাব চাওয়া হয়েছে।
সম্প্রতি ফেডারেশনের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন জাতীয় কোচ। অভিযোগ করেছিলেন, ক্লাব ফুটবলকে বেশি নজর দিতে গিয়ে জাতীয় ফুটবলের জন্য প্রয়োজনীয় ক্যালেন্ডার তৈরি করতে পারেননি কর্তারা। এই ব্যাপারে রাখঢাক না করেই তিনি জানিয়েছিলেন, দয়া দেখাতে তিনি ভারতে আসেননি। যদি তাঁকে না পোষায় তিনি চলে যাবেন।
আরও পড়ুন : ভারতীয় ফুটবলারদের ছেড়ে দেওয়া হোক, টুইটে ক্লাবগুলির কাছে আবেদন স্টিমাচের
এশিয়ান গেমস থেকে শুরু বিশ্বকাপের বাছাই পর্ব। আগামী কয়েকদিনের মধ্যে ঠাসা ক্রীড়া সূচি রয়েছে সুনীল ছেত্রীদের সামনে। তার আগে কোচকে শো-কজ করে দেশীয় ফুটবলে নিজেদের প্রভাব দেখাতে চাইলেন ফুটবল হাউজের কর্তারা।