মাঠে ফিরে আবার মাঠের বাইরে ভারতীয় ফুটবল কোচ ইগর স্তিমাচ। মঙ্গলবার সাফ ফুটবলে বেঙ্গালুরুর ক্রান্তিরাভা স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। গ্যালারিতে বসে খেলা দেখতে হয় তাঁকে। এই লাল কার্ড দেখায় সেমিফাইনালে তাঁকে ডাগআউটে পাবে না ভারতীয় দল। এর আগে পাকিস্তান ম্যাচেও লাল কার্ড দেখেছিলেন ভারতের এই ক্রোট কোচ।
এদিকে, সুনীলের গোলে এগিয়ে থেকেও শেষরক্ষা হল না । টানা ৮ ম্যাচ গোল না খাওয়া ভারত অবশেষে গোল খেয়ে গেল কুয়েতের কাছে । মঙ্গলবার বেঙ্গালুরু ক্রান্তিরাভা স্টেডিয়ামে সাফ ফুটবলে ম্যাচে কুয়েতের সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত । প্রথমার্ধের অতিরিক্ত সময় অধিনায়কের গোলেই এগিয়ে গিয়েছিল দেশ । কিন্তু শেষ লগ্নে গিয়ে গোল হজম করতে হল । পাকিস্তান, নেপালের মতো কুয়েত ম্যাচেও মাথা গরম ভারতীয় ফুটবলারদের । লাল কার্ড দেখলেন ভারতের রহিম আলি । ফলে সেমিফাইনালে তাঁকে পাওয়া যাবে না । ম্যাচে লাল কার্ড দেখেন কুয়েতেরও এক ফুটবলার ।
এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থাকল ভারত । কিন্তু, গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যেতে পারলেন না সুনীল ছেত্রীরা । ৯০ মিনিট পর ম্যাচ ড্র হওয়ায় ভারত ও কুয়েত দু-দেশই সাত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে । কিন্তু, গ্রুপের ম্যাচে বেশি গোল করায় ভারতকে পিছনে ফেলে দিল কুয়েত ।
এই ম্যাচে মনে করা হয়েছিল প্রথম একাদশে থাকবেন না সুনীল ছেত্রী । লেবানন ম্যাচের ভুল এবার আর করলেন না ভারতের ক্রোট কোচ ইগরস্টিমাচ । কুয়েতের ফুটবল শক্তিকে অনুমান করে কোনওরকম পরীক্ষা দিকে হাঁটেননি ইগর । তাই প্রথম একাদশের প্রায় সব ফুটবলারকে এদিন মাঠে নামান । তার জন্যই ম্যাচের শুরু থেকে কুয়েতকে চাপে রেখেছিল ব্লু টাইগারস ।