ফিফার শাস্তির পর কোন পথে ভারতীয় ফুটবল ? ঠিক হয়ে যেতে পারে বুধবারই। কারণ এদিন ভারতীয় ফুটবল ফেডারেশনের ভবিষ্যৎ নিয়ে রায় জানাতে পারে সুপ্রিম কোর্ট। তার আগে ভারতীয় ফুটবলের এই কালো দিনের জন্য কর্তাদেরই কাঠগড়ায় তুলেছেন প্রাক্তনরা। তাঁদের অভিযোগ, স্রেফ নিজেদের স্বার্থ দেখতে গিয়েই ভারতীয় ফুটবলকে ফিফার গিলোটিনে ঠেলে দেওয়া হয়েছে। প্রাক্তনদের অভিযোগ, ২০১৯ সালেই সুযোগ ছিল নতুন করে নির্বাচন করে ফুটবল হাউজের অন্দরকে গুছিয়ে ফেলার। কিন্তু প্রফুল প্য়াটেল অ্য়ান্ড কোম্পানি তা করেনি। উলটে সময় কেনার খেলা খেলতে গিয়ে এখন বিপাক আরও বাড়িয়ে তুলেছে। যার নিট ফল ভারতের মাটিতে অনিশ্চিত মেয়েদের যুব বিশ্বকাপ। সেইসঙ্গে প্রশ্নের মুখে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ক্লাব হিসাবে এটিকে-মোহনবাগানের প্রতিনিধিত্ব।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এই অভিযোগেই ভারতীয় ফুটবলকে সাময়িক বরখাস্ত করেছে ফিফা। ওয়াকিবহাল মহলের মতে, এটাই হওয়ার ছিল। কারণ, গত জুন মাসে ভারতীয় ফুটবল কর্তাদের ডেকে নতুন নির্বাচনের দিন ঠিক করে দিয়েছিল ফিফা এবং এএফসি। সেই নির্দেশকে কার্যত উপেক্ষা করে আদালতে গিয়েছিলেন কর্তারা। মূলত আদালত নিযুক্ত প্রশাসকদের ভূমিকাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান ফেডারেশন কর্তারা। আদালত তাঁদের আরও একটি নির্বাচনের তারিখ ঠিক করে দেয়। আর এতেই চটে যান ফিফা ও এএফসি কর্তারা। মূলত কোনও ক্রীড়া প্রতিষ্ঠানে আদালতে হস্তক্ষেপ পছন্দ করেনি ফিফা। প্রথমে সতর্ক চিঠি, তারপর সাময়িক বরখাস্তের নিদান। যা আপাতত ব্যাকফুটে ঠেলে দিল ভারতীয় ফুটবলকে।
আপাতত যা ঠিক হয়েছে, তাতে বুধবার সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে বৃহস্পতিবার দিল্লির দ্বারকার ফুটবল হাউজে বৈঠকে বসছেন ফেডারেশন কর্তারা। সেখানে হাজির থাকার কথা রাজ্য়ের প্রতিনিধিদের। সেখানেই হয়তো তৈরি হতে পারে নতুন সংবিধানের নীল নকশা। ঘোষণা হতে পারে নির্বাচনের দিন।