৬ জুন বিদায়ী ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ওই ম্যাচটি হবে যুবভারতীতে। ওই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ। সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচে কুয়েতের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।
ইতিমধ্যে ৪০ জনের একটি দল ঘোষণা করেছিলেন স্তিমাচ। তাঁদের মধ্যে ৮ জনকে আগেই ছেড়ে দিয়েছিলেন তিনি। বাকি ৩২ জনকে নিয়ে ভূবনেশ্বরে চলছে চার সপ্তাহের প্রস্তুতি শিবির। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ২৭ জনকে নিজের দলে রেখেছেন স্তিমাচ।
Read More- 'থালা' ধোনি মাঠে নামবেন না! IPL ফাইনালের আড়ম্বরের আড়ালে নীরবে কাঁদছে চিপক
৬ জুনের ম্যাচ খেলেই বিদায় নেবেন সুনীল ছেত্রী। আর তাই দলের খেলোয়াড়দের কাছে স্তিমাচ আবেদন জানিয়েছেন, ওই ম্যাচ জিতেই বিদায় জানাতে হবে সুনীল ছেত্রীকে।
কে কে থাকবেন ভারতীয় দলে?
গোলকিপার থাকছেন গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, বিশাল কাইথ।
ডিফেন্ডার হিসেবে মাঠে নামছেন অময় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মেহতাব সিংহ, নরেন্দর গহলৌত, নিখিল পুজারি, রাহুল ভেকে, শুভাশিস বসু।
মিডফিল্ডার থাকছেন অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, জিকসন সিংহ, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিংহ নাওরেম, নন্দকুমার, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিংহ।
স্ট্রাইকার হিসেবে খেলবেন ডেভিড, মনবীর সিংহ, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিংহ।