Indian Football: এক বছরে জয়হীন ভারতীয় ফুটবল টিম, মালয়েশিয়ার বিরুদ্ধেও শেষ ম্যাচ ড্র

Updated : Nov 19, 2024 18:58
|
Editorji News Desk

২০২৪ সালের শেষ প্রীতি ম্যাচেও এল না জয়। ড্র করেই মালয়েশিয়ার বিরুদ্ধে শেষ করল টিম ইন্ডিয়া। দলের দায়িত্ব নিয়ে এখনও ব্লু টাইগার্সকে প্রথম জয় এনে দিতে পারেননি নতুন কোচ মোনোলো মার্কিউজ়। ১৯ মিনিটে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া। গোল করেন পাওলো জসিউ। কিন্তু ৩৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ভারতের হয়ে সমতা ফেরান রাহুল ভেকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় মালয়েশিয়া। কিন্ত আরও আঁটোসাঁটো রক্ষণ দেখা যায়। ১০ মাস পর দলে ফেরেন সেন্ট্রাল ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘান। মাঝমাঠ ও ডিফেন্সে ছোট ছোট পাস তৈরি করে প্রতিপক্ষকে চাপে রাখে ভারত। আন্তর্জাতিক ফুটবলে মালয়েশিয়া ও ভারত একে অন্যের বিরুদ্ধে ১২টি করে ম্যাচ জিতেছে। ৮টি ম্যাচ পরষ্পরের বিরুদ্ধে ড্র করেছে দুই দল।   

ফিফা ব়্যাঙ্কিংয়ে ১২৫ তম দেশ টিম ইন্ডিয়া। চলতি বছর একটি ম্যাচেও জয় পায়নি ভারত। বছরের শুরুতে এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে হারতে হয় ভারতকে। এশিয়ান কাপে উজবেকিস্তান ও সিরিয়ার বিরুদ্ধে ওই টুর্নামেন্টেই হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের যোগ্য়তা নির্ধারক ম্যাচেও ২টি ম্যাচ ড্র করে ও ২টি ম্যাচে হারতে হয় ভারতকে। আফগানিস্তান ও কুয়েতের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে টিম ইন্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে হারতে হয়। ২-১ ব্যবধানে হারতে হয় কাতারের বিরুদ্ধে। বিশ্বকাপের যোগ্য়তা অর্জনে খারাপ ফলের পরই কোচের চাকরি যায় তৎকালীন কোচ ইগর স্টিমাচের। 

এরপরই নতুন অধ্যায়ের শুরু হয় ভারতীয় ফুটবলে। নতুন কোচের দায়িত্ব নেন মানোলো মার্কেজ। কিন্তু তাতেও বছর শেষে পরিস্থিতিতে কোনও বদল হয়নি। মানোলের আমলে চেন্নাইয়িন এফসির ইরফান ইয়াদওয়াদের অভিষেক হয় জাতীয় দলে। বিদেশের মাটিতে চারটি প্রীতি ম্যাচ খেলল ভারত। সেপ্টেম্বরে মরিশাঁসের বিরুদ্ধে ড্র করেন গুরপ্রীত সিংরা। সিরিয়ার বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারে ভারত। গত অক্টোবর ভিয়েতনামের বিরুদ্ধে গোলশূন্য ড্র হয়। সোমবার মালয়েশিয়ার বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ ছিল। এই ম্যাচেও ১-১ ব্যবধানে ড্র করল টিম ইন্ডিয়া। 

Indian Football Team

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!