আগামী কয়েকমাস ভারতীয় দলের জন্য বেশ কঠিন। ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফার ও এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের প্রতিপক্ষ কুয়েত ও কাতার। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুনীল ছেত্রী ও সন্দেশ জিঙ্ঘানরা। তবে এই দুই ম্যাচ নিয়ে চিন্তা বাড়ছে কোচ ইগর স্টিম্যাচের।
এশিয়ান কাপের বাছাই পর্বের গ্রুপ এ-তে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্য়াচ হবে কুয়েত সিটির জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এরপরই দেশে ফিরে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলবেন সুনীলরা। এই দুই ম্যাচের জন্য দুবাইয়ে প্রস্তুতি সারছেন সন্দেশ, অনিরুদ্ধরা।
এবার বিশ্বকাপের কোয়ালিফায়ার্সের ভারতের গ্রুপে কাতার ছাড়া বাকি দুই দল ব়্যাঙ্কিংয়ে অনেকটা নিচে। একটি গ্রুপ থেকে দুটি দল পরের রাউন্ডে যাবে। তাই ভারতের সম্ভাবনা আছে।