সামনে কঠিন লড়াই। বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ কুয়েত এবং কাতার। এই লড়াইয়ের আগে নতুন দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ। তবে, নতুন এই দলে নেই আইএসএলের ফাইনালে ওঠা দুই দল মোহনবাগান এবং মুম্বইয়ের কোনও খেলোয়াড়।
আপাতত ২৬ জনের দল ঘোষণা করা হয়েছে। নতুন এই দলকে নিয়ে ভুবনেশ্বরে আগামী ১০ মে থেকে শিবির শুরু হবে। চার সপ্তাহ চলবে এই শিবির। তারপর আগামী ৬ জুন কলকাতায় কুয়েত এবং ১১ জুন দোহায় কাতারের বিরুদ্ধে খেলবে ভারতীয় ফুটবল টিম।
কেমন হল নতুন দল ?
ভারতের প্রাথমিক দলে গোলরক্ষক রাখা হয়েছে অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু। ডিফেন্ডার পদে অময় গণেশ রানাওয়াডে, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মুহম্মদ হাম্মাদ, নরেন্দ্র গহলৌত, নিখিল পুজারি, রোশন সিংহ।
অন্যদিকে, মিডফিল্ডারে রয়েছেন ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, ইমরান খান, ইশাক ভানলালরুয়াতফেলা, জিকসন সিংহ, মহেশ নাওরেম, মহম্মদ ইয়াসির, নন্দকুমার, রাহুল কান্নোলি, সুরেশ সিংহ, ভিবিন মোহনন। আর ফরোয়ার্ড খেলবেন ডেভিড, জিতীন মাদাথিল, লালরিনজুয়ালা, পার্থিব গগৈ, রহিম আলি, সুনীল ছেত্রী।