রবিবার ঘরের মাঠে বড় ম্যাচ। তার আগে পরের টুর্নামেন্টের দিন ঠিক হয়ে গেল সুনীল ছেত্রীদের সামনে। আগামী সেপ্টেম্বরে কিংস কাপ খেলবে ভারত। খেলা হবে থাইল্যান্ডে। সেখানে সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ হবে ইরাক, লেবানন এবং আয়োজক থাইল্যান্ড। মূলত এই টুর্নামেন্ট শুরু থেকেই নকআউট। তবে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ কে, তা এখনও ঠিক হয়নি। ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সূচি ঘোষণা হয়ে যাবে।
রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে লেবালনের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। লিগের ম্যাচে একটা লেবানন ম্যাচ ছাড়া বাকি দুটিতেই জয় পেয়েছে ব্লু টাইগার্স। কিন্তু শেষ ম্যাচে ভারতীয় দলে গোল মিসের বহর চিন্তায় রাখছে ক্রোট কোচ ইগর স্তিমাচকে। কারণ, শেষ ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামেনি লেবানন। তাই ফাইনালে তারা ছেড়ে কথা বলবে না।
এমনকী ভারত অধিনায়ক সুনীল ছেত্রীও মনে করেন, শেষ ম্যাচ জিতে মাঠ ছাড়া উচিত ছিল। কারণ, রোজ রোজ লেবাননের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা যাবে না। এদিকে থাইল্যান্ডে কিংস কাপের ম্যাচে তিন প্রতিপক্ষই ভারতের থেকে ফিফার ক্রমতালিকায় এগিয়ে। বিশেষ করে ৬৪ নম্বরে রয়েছে ইরাক।