ঘরে ফিরল আইএসএল চ্যাম্পিয়ন এটিকে-মোহনবাগান। রবিবার সকাল থেকে দমদম বিমানবন্দরে ভিড় ছিল চোখে পড়ার মতো। টিম আসার আগে থেকেই শুরু হয়েছিল আবীর খেলা। সবুজ-মেরুন আবীর উড়েছে বিমানবন্দরের ইতি-উতি।
টিম বাইরে আসতেই উল্লাস আরও বাড়ে। এদিন দলের সঙ্গে কলকাতায় ফেরেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন বাগান কর্তা দেবাশিস দত্ত। এই প্রথম কোনও বাঙালি অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন হল কলকাতার এই দল।
রবিবার সকালেই সমর্থকদের উদ্দেশে টুইটারে বার্তা দেয় এটিকে মোহনবাগান। বিমানবন্দরে কখন আসবে টিম, তাও জানানো হয়। এরপরই বিমানবন্দরে ভিড় জমাতে শুরু করেন সমর্থকরা।