১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আইএসএলের এই মরশুম। ২ মাস অতিক্রান্ত। গত ২ মাসে অনেকটাই। গত ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে মোহনবাগান। তবুও পয়েন্ট টেবিলে বেশ ভাল জায়গায় মেরিনার্সরা। মোট ৭টি ম্যাচে চারটিতেই জিতেছেন পেত্রাতোসরা। তাঁদের পয়েন্ট সংখ্যা ১৪।
কোচ জুয়ান ফেরান্দোর পর এই মরশুমে দায়িত্ব নিয়েছেন হোসে মোলিনা। দায়িত্ব নেওয়ার পর চেনা মেজাজে মোহনবাগানকে দেখা যায়নি। কিন্তু ধীরে ধীরে স্ট্র্যাটেজি তৈরি করে টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নয়া কোচ। তবে এখনও ভাল জায়গায় নেই বাংলার আর দুই টিম ইস্টবেঙ্গল ও মহমেডান। পয়েন্ট টেবিলে ৭ ম্যাচে একটিতে জিতে ১২তম স্থানে মহমেডান। এখনও আইএসএলে একটি ম্যাচও জিততে পারেনি ইস্টবেঙ্গল। একদম শেষে আছে লাল-হলুদ ব্রিগেড।
ওড়িশা এফসির বিরুদ্ধে চোট পেয়ে বসে যেতে হয়েছিল অনিরুদ্ধ থাপাকে। তাঁর চোট নিয়ে এখনও চিন্তা কাটেনি। জাতীয় দলেও সুযোগ পাননি অনিরুদ্ধ। সামনে মালয়েশিয়ার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। অনিরুদ্ধ থাপার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন থৈবা সিং। এদিকে আগামী ২৩ নভেম্বর ফের আইএসএলে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তার আগে বাগানের ডিফেন্ডার অনিরুদ্ধ থাপা ফিট হতে পারবেন কিনা, তা সময়ই বলবে। চোট রয়েছে গ্রেগ স্টুয়ার্টেরও।
এদিকে ওড়িশা ম্যাচে পাঁচটি সেভ করেছেন গোলকিপার বিশাল কাইথ। তাঁকে নিয়ে খুশি কোচ মোলিনা। তিনি জানিয়েছেন, "ওড়িশা ভাল আক্রমণ করছিল। বিশালকে সজাগ থাকতে হয়েছে সব সময়ই। ভালো খেলেছে। একই সঙ্গে আমাদের রক্ষণকে সজাগ থাকতে হয়েছিল।" মলিনা জানান, "ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ভালভাবে পালন করেছে।" ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র নিয়ে বাগান কোচ জানিয়েছেন, প্রতিপক্ষকে চাপে রাখার জন্য যা যা করার, সবই করা হয়েছে। কিন্তু শেষ দিকে আক্রমণ আরও বাড়ানো উচিত ছিল। বেশ কিছু ভুলও হয়েছে। সেগুলি দ্রুত শোধরাতে হবে।"
গত শনিবার ছিল আইএসএলের মিনি ডার্বি। মহমেডান এফসির বিরুদ্ধে সেই মিনি ডার্বিতে ৩৬ সেকেন্ডের ব্যবধানে দুটি লাল কার্ড দেখে ইস্টবেঙ্গল। অতিরিক্ত সময় ধরে ৯ জন ফুটবলার নিয়ে খেলে লাল-হলুদ। হারের পর আইএসএলে VAR পদ্ধতি প্রয়োগের দাবি করেছে ইস্টবেঙ্গল। কিন্তু এবার আইএসএলে এখনও পর্যন্ত খাতাই খুলতে পারেনি লাল-হলুদ।
এদিকে সুযোগ পেয়েও বারবার হার ও ড্র। শনিবার যুবভারতীতে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে মহমেডান। ইস্টবেঙ্গলের ৯ জন ফুটবলারকে পেয়েও জিততে পারেনি সাদা-কালো ব্রিগেড। কোচ চেরনিশভের নামে গো ব্যাক স্লোগান উঠেছে। কিন্তু কর্তারা এখনই কোচ ছাঁটাইয়ের পথে গাঁটবে না। আগামী ম্যাচে তাঁদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে যদি জিততে না পারে, তা হলে লিগেও বেশ কঠিন পরিস্থিতিতে পড়বে মহমেডান।