আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে ১-৩ গোলে হেরে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। এর মধ্যেই শক্তিশালী দল গড়ার পরিকল্পনা সেরে ফেলেছে সবুজ - মেরুন। অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে দলে নিতে চাইছে ক্লাব। তবে সব ঠিকঠাক থাকলেও এখনই চুক্তি সই করতে পারছেন না জেমি ম্যাকলারেন।
কিন্তু কী কারণে ঝুলে রয়েছে এই চুক্তি?
আসলে অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড আগেই জানান, অস্ট্রেলিয়া লিগের থেকে নিচে থাকা এমন কোনও লিগে খেলা ফুটবলারকে তিনি জাতীয় দলে নেবেন না। আর সেই কারণেই আটকে রয়েছে জেমির মোহনবাগানে খেলার স্বপ্ন।
আরও পড়ুন - দিল্লির বিরুদ্ধে হার, বড় শাস্তি পেলেন সঞ্জু স্যামসন
গত মরসুমে বিশ্বকাপার জেসন কামিংসকে সই করিয়েছিল মোহনবাগান। তাঁর জন্য ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণেই হয়ত চুক্তি সই করার আগে বেশ খানিকটা ধন্ধে রয়েছেন জেমি ম্যাকলারেন। কারণ এক্ষেত্রে তাঁরও জাতীয় দল থেকে বাদ পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।