মাত্র ২ মিনিট ২২ সেকেন্ডে বদলে গেল সব সমীকরণ। একই ম্যাচে একই সঙ্গে দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি (Germany) ও স্পেনকে (Spain) হারিয়ে ইতিহাস জাপানের (Japan)। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্পেনকে ২-১ গোলে হারিয়ে জাপান জানিয়ে দিল, জার্মানি ম্যাচ কোনও অঘটন নয়।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে এল এশিয়ার অন্যতম ফুটবল শক্তি। বৃহস্পতিবার এই জয়ের পর বিশ্বকাপ (Qatar World Cup 2022) থেকে এদিনই বিদায় নিল জার্মানি। প্রথম ম্যাচে ৭ গোল ছিল। তাই এই ম্যাচে হেরেও নক-আউট প্রবেশ করল স্পেন। টানা দুবার বিশ্বকাপের শেষ ১৬-তে উঠে কাতারে নতুন 'সূর্যোদয়' জাপানের।
১১ মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করে আরভারো মোরাতা। পিছিয়ে ছিল টিম। দ্বিতীয়ার্ধের শুরুতে তখন গ্যালারিতে উদ্বিগ্ন মুখ। গালে আঁকা সাদা চতুর্ভূজ ও লাল বৃত্ত। জাপানের জাতীয় পতাকা। ৪৮ মিনিটেই স্পেনের তিকিতাকাকে ভেঙে গতি বাড়িয়ে দুরন্ত ছন্দে আক্রমণ। জাপানের হয়ে সমতা ফেরান রিতসু দোয়ান। বক্সের বাইরে থেকে তাঁর বাঁ পায়ে নেওয়া শট জালে জড়িয়ে যায়। তিন মিনিটের মাথায় স্পেন কিছু বুঝে ওঠার আগে ফের গোল। ৫১ মিনিটে দ্বিতীয় গোল জাপানের তানাকার। কারাও মিতোমার ক্রস থেকে গোল করেন তিনি। গর্জে ওঠে গ্যালারি। মুহূর্তে বদলে যায় ছবি। ডাগআউট থেকে মাঠে নেমে আসেন রিজার্ভ বেঞ্চের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। তবে গোল কিনা, তা দেখার জন্য রিভিউয়ের আবেদন করেন রেফারি। রেফারির চূড়ান্ত সিদ্ধান্তে জানানো হয় গোল।
ওই ২ মিনিট ২২ সেকেন্ডে পাল্টে যায় ম্যাচের সব হিসেব-নিকেশ। যদিও এই ক্রস নিয়ে ফুটবল মহলে বিতর্ক তৈরি হয়েছে। ক্যামেরায় দেখা যায়, দাগের বাইরে থেকে শট নিয়েছেন জাপানের ফুটবলার। VAR-এর রেফারিরা জাপানের পক্ষেই সিদ্ধান্ত দেন।
আরও পড়ুন: গ্রুপ ম্যাচেই পেনাল্টি শুটআউট! জেনে নিন ৪৮ দেশের বিশ্বকাপের নতুন নিয়ম
গোটা ম্যাচে স্পেনের বল পজিশন ছিল ৮২ শতাংশ। জাপানের মাত্র ১৮ শতাংশ। এদিন ১০৫৮টি পাস খেলেন ফেরান তোরেসরা। কিন্তু জাপানের অসম্ভব গতির কাছে সব যেন ফিকে। প্রথম ম্যাচে ৭ গোল দিয়েছিল স্পেন। তাই রক্ষা পেল লা রোজা-রা। না হলে এই ম্যাচ থেকে জার্মানির সঙ্গেই বিদায় নিশ্চিত ছিল স্পেনেরও।