আগামী বছর জানুয়ারিতে শুরু হবে সুপার কাপ। তাঁর আগে নিয়মে বড়সড় বদল নিয়ে এল সর্বভারতীয় ফুটবল সংস্থা। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সুপার কাপ। এই কাপে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ছ'জন করে বিদেশী ফুটবলার মাঠে নামানোর নতুন নিয়মের কথা জানিয়ে দিল ফেডারেশন।
জানানো হয়েছে, সুপার কাপে প্রতিটি দল ছ'জন করে বিদেশি ফুটবলারের নাম নথিভুক্ত করতে পারবে এবং সকলকেই প্রথম একাদশে বা একসঙ্গে খেলানো যাবে। এশিয়ান ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে এই নয়া নিয়ম চালু করতে চলেছে ফেডারেশন।
আরও পড়ুন - বিশ্বকাপের মাঝেই ব্যাটন বদলের পাকা কথা, মুম্বই নিয়ে দাবি জাতীয় দৈনিকের
একই সঙ্গে একথাও জানানো হয়েছে যে, যে দলে পাঁচজনের বেশি বিদেশি ফুটবলার রাখা হবে, সেই দলের একজন ফুটবলারকে অবশ্যই এএফসি-র কোনও সদস্য দেশের খেলোয়াড় হতে হবে। মনে করা হচ্ছে সামনে চ্যাম্পিয়ন্স লিগ টু-তে অংশগ্রহণের সুযোগ রয়েছে সেই কারণেই এই বদল আনা হয়েছে।