আইএসএলে প্রথমবার যুবভারতীতে ডার্বি। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। এর আগে আইএসএলে সব ডার্বি হয়েছে গোয়ায়। কেরল ব্লাস্টার্সকে গত ম্যাচে ৫ গোল দিয়েছে এটিকে মোহনবাগান। হ্যাটট্রিক করেছেন দিমিত্রি পেত্রাতোস। শনিবার যুবভারতীর ডার্বিতে গোল করতে চান লিস্টন কোলাসো।
ডুরান্ড কাপে শেষ বার যুবভারতীতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ম্যাচে দারুণ পরিবেশ ছিল। শনিবারের ডার্বিতেও গ্যালারিতে একই পরিবেশ দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ম্যাচের আগে দুই দলই উত্তেজিত। ক্লাবের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে শুভাশিস বসু বলেন, "বাঙালি হয়ে আমার কাছে ডার্বি স্পেশাল। ফুটবলার হওয়ার আগে থেকেই ডার্বি দেখতাম। স্বপ্ন দেখতাম একদিন এই ম্যাচ খেলব। সেই সুযোগ পেয়ে গর্বিত। পরের ডার্বিটাও স্মরণীয় করে রাখতে চাই।"
ডার্বিকে আলাদা ম্যাচ হিসেবে দেখতে চাইছেন না ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। ডার্বির আগে আইএসএলে জয়ে ফিরেছে টিম। কিন্তু কলকাতা লিগে ভবানীপুরের বিরুদ্ধে হারতে হয়েছে। ডার্বির আগে সতর্ক লাল-হলুদ শিবির। ডুরান্ড কাপের ডার্বিতে হারতে হয়েছিল। দীর্ঘদিন ডার্বিতে জয় পায়নি লাল-হলুদ। আইএসএলে ঘরের মাঠে ডার্বিতে প্রথম জয় পেতে চাইছেন ইস্টবেঙ্গল। এবার টিমে অনেক নতুন প্লেয়ার আছেন, যারা প্রথমবার ডার্বি খেলবেন। যুবভারতীতে দুই দলের সমর্থকদের সামনে ম্যাচ জয়ই চ্যালেঞ্জ লাল-হলুদের।