শনিবার কলকাতা ডার্বি। ফর্মের বিচারে তো এগিয়েই মোহনবাগান। আইএসএলের পরিসংখ্যানেও সবদিক থেকেই এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড। তবে ডার্বি মানেই আলাদা আবেগ। গত ম্যাচের পরিসংখ্যান, তত্ত্ব, এসব দিয়ে কিছুই হয় না। তাই ইস্টবেঙ্গলকে সমীহই করছেন বাগান কোচ হোসে মোলিনা। তবে শূন্য থেকেই শুরু করতে হবে ইস্টবেঙ্গল।
মহমেডান এফসি-র বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মোহনবাগান। এদিকে টানা ৪ ম্যাচ হেরে বেশ চাপে ইস্টবেঙ্গল। মোহনবাগান কোচ মোলিনা জানিয়েছেন, "আগে কী হয়েছে, তা নিয়ে মাথা ঘামাতে রাজি নই। আমরা আগে কী করেছি, সেটা আগামীকাল জিততে সাহায্য করবে না। ডার্বিতে কেউ ফেভারিট নয়। কেউ যদি মনে করেন, আমরা এগিয়ে আছি, তা হলে বুঝতে হবে আমরা ভালো খেলছি। সেই আত্মবিশ্বাসকেই কাজে লাগাতে চাই আমরা।" তবে মোহনবাগান কোচ হোসে মোলিনা জানিয়েছেন, ডার্বিতে হয়তো আশিককে পাওয়া যাবে। তবে এখনও পুরোপুরি তৈরি নন তিনি। গত ম্যাচে গোল পেয়েছেন, গ্রেগ-ম্যাকলারেনরা। বাগান কোচের মতে, তাঁর স্ট্র্যাটেজি পরিশ্রম করো, মাঠে নিজের সেরাটা দাও ও উপভোগ করো।
যুবভারতী স্টেডিয়ামে কলকাতা ডার্বি। সমর্থকরা চাইছেন, এই মরশুমের প্রথম ডার্বি জিতুন ইস্টবেঙ্গল। ডার্বি জয় গোটা টুর্নামেন্টের সুর বেঁধে দিতে পারে। তা জানেন লাল-হলুদ সমর্থকরা। শনিবারের ডার্বি চ্যালেঞ্জ হতে চলেছে কোচ অস্কার ব্রুজোর কাছেও। দলের প্রথম দায়িত্ব, আর সেটা ডার্বি ম্যাচ। এর আগে এই চ্যালেঞ্জ বেশ দক্ষতার সঙ্গে সামলেছেন কার্লেস কুয়াদ্রাত। প্রথম ডার্বিতে মোহনবাগানকে আটকে দিয়েছিলেন তিনি। এবার সেই একই পরীক্ষার সামনে নতুন কোচ অস্কার ব্রুজো।